ফেসিয়াল বা ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটার আইডেনটিফিকেশন টেকনোলজির কথা বেমালুম ভুলে যান। মার্কিন গবেষকেরা সম্প্রতি নতুন কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা আবিষ্কার করেছে, যা মানুষের হৃদ্যন্ত্রের আকারকেই শনাক্তকরণে উপায় হিসেবে কাজে লাগাবে। নিউইয়র্কের বাফেলো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়েনইয়াও ইয়ু গবেষণাবিষয়ক নিবন্ধের মূল লেখক।
তাঁর কথায়, মানুষের হৃদ্যন্ত্র অনন্য। দুজন মানুষের হৃদ্যন্ত্রের আকারে কোনো মিল পাওয়া যাবে না। সাধারণত মানুষের হৃদ্যন্ত্রের আকার পরিবর্তন হয় না। কখনো কখনো মারাত্মক হৃদ্রোগ হলে তা বদলাতে পারে।
গবেষকেরা দাবি করেন, এ পদ্ধতিটি স্মার্টফোনে ব্যবহারের পাশাপাশি এয়ারপোর্টে সিকিয়রিটির কাজে লাগানো যাবে। এটি নিরাপদ ও প্রচলিত পাসওয়ার্ড বা অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতির চেয়ে নিরাপদ। যাঁরা প্রাইভেসি বা ব্যক্তিগত নিরাপত্তায় সচেতন, তাঁদের কম্পিউটারে এই পদ্ধতিটি নিয়ে আসতে চান তাঁরা।
গবেষক ইয়ু বলেন, বারবার লগআউট বা লগইন করাটা বিরক্তিকর। অন্যরা যাতে কম্পিউটার লগইন করতে না পারেন, এ জন্য এ পদ্ধতিতে কম মাত্রার ড্রপলার রাডার ব্যবহার করা হয়, যা হৃদ্যন্ত্রে নজরদারি করে। শুরুতে হার্টস্ক্যান করতে আট সেকেন্ড সময় লাগে। এরপর সিস্টেমটি হৃদ্যন্ত্র শনাক্ত করতে পারে সহজেই।
No comments:
Post a Comment