The latest news from the world of technology.We want to share it with you for a fraction of the price. Hopefully you will love our stuff too!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, শীঘ্রই লক্ষাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল

 #নয়াদিল্লি: একের পর এক ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তাকে জোরদার করতে নয়া পরিকল্পনা করছে রেল ৷ শীঘ্রই প্রায় দু’লক্ষে পদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল ৷




রেলের সেফটি ও গ্রাউন্ড পেট্রোলিংয়ে আরও সুষ্ঠ করে তোলার জন্য প্রায় লক্ষাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চায় ভারতীয় রেল ৷ সর্বভারতীয় হিন্দি সংবাদ মাধ্যম সূত্রে খবর, নয়া রেলমন্ত্রী পীষুস গোয়েল জানিয়েছেন , রেলের সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে দরকার প্রচুর কর্মী ৷ আগামী কয়েক বছরে প্রায় ২ লক্ষ কর্মচারী নিয়োগ করতে চলেছে রেল ৷ যাদের নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে ৷

যে পদগুলিতে শীঘ্র নিয়োগ করা হবে তা হল-
-

নিরাপত্তা বিভাগে জুনিয়র এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে।

- রেলওয়েতে অতিরিক্ত, সহকারী স্টেশন মাস্টার এবং রক্ষীদেরও নিয়োগ করা হবে।

- গ্রুপ সি-এর পঞ্চাশ শতাংশ পদে রেলওয়ে নিয়োগ বোর্ডের (আরআরবি) মাধ্যমে নিয়োগ করা হবে।

- এছাড়াও, গ্রুপ ডি-এর ৫০ শতাংশ খালি পদগুলি আরআরবি-এর মাধ্যমে পূর্ণ করা হবে এবং বাকি অর্ধেক রেলওয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ৷


Share:

No comments:

Post a Comment

Recent Posts